টরেনিয়া
ফুলের নামঃ টরেনিয়া ফুল
অন্যান্য নামঃ উইশবোন ফুল, ক্লাউন ফুল।
পরিবারঃ Linderniaceae
বৈজ্ঞানিক নামঃ Torenia fournieri, Torenia travancorica etc.
বর্ণনাঃ দীর্ঘস্থায়ী আর দৃষ্টিনন্দন কোন ফুলগাছ খুঁজছেন বাগানের জন্যে? টরেনিয়া হতে পারে আপনার ইচ্ছার পূর্ণতা। ছোট ছোট মাটির বুকে লেগে থাকা নয়নাভিরাম এই ফুল। ঠিকমতো যদি পরিচর্যা পায় তবে অনেক গরম সহ্য করে টিকে থাকতে পারে এই ফুল। ঝামেলামুক্ত ফুলটি দিয়ে খুব সহজেই আপনি রাঙ্গাতে পারেন আপনার বাগান।
বেশ কয়েক রকমের টরেনিয়া ফুল পাওয়া যায়। এগুলো হলোঃ
১) গিল্ডেড গ্রেইপ টরেনিয়াঃ এই টরেনিয়া গুলো উজ্জ্বল হলুদ হয় আর ভেতরে একটু পার্পল রঙের। এই ফুলগাছ প্রায় ১৬ ইঞ্চি লম্বা ও গাছের ঝোপ প্রায় ২৪ ইঞ্চি ছড়ানো থাকে।
২) হোয়াইট নিনেন টরেনিয়াঃ শুভ্র সফেদ এই টরেনিয়া যেন পবিত্রতা নিয়ে বসে আছে এর মাঝে। এটিও প্রায় ১৬ ইঞ্চি লম্বা ও গাছের ঝোপ প্রায় ২৪ ইঞ্চি ছড়ানো থাকে।
৩) ক্লাউন টরেনিয়াঃ পার্পল আর নীল পাপড়ির এই টরেনিয়াই বেশী পাওয়া যায়। প্রায় ১ ফুট লম্বা হয় এর গাছ।
৪) মুন পার্পল টরেনিয়াঃ ল্যাভেন্ডার- পার্পল এই ফুলগাছ লেগেই থাকে বলা যায় মাটির সাথে। এই ফুলগাছ প্রায় ১০ ইঞ্চি লম্বা ও গাছের ঝোপ প্রায় ১৬ ইঞ্চি ছড়ানো থাকে।
৫) মুন ইয়োলো টরেনিয়াঃ হুলুদ রঙের ফুল। এটিও প্রায় মাটির সাথেই লেগে থাকে। যথারীতি ফুলগাছ প্রায় ১০ ইঞ্চি লম্বা ও গাছের ঝোপ প্রায় ১৬ ইঞ্চি ছড়ানো থাকে।
জন্মানোঃ বীজ ছায়ায় প্রথমে বপন করতে করতে হয়। এরপরে যেই জায়গাটায় পুনরায় ছোট চারা রোপন করা হবে ওখানটা মোটামুটি উষ্ণ হওয়া পর্যন্ত ইনডোরেই রাখতে হয় এক থেকে দুই সপ্তাহ। যদি কোথাও থেকে ফ্লাওয়ার বেড সংগ্রহ করা যায় তবে ভালো। বীজ সহজেই অল্প ছায়াতে অল্প সূর্যালোকে ফ্লাওয়ার বেডে বেড়ে উঠে। দীর্ঘদিন টিকে থাকার জন্যে সঠিক স্থান নির্বাচন খুব গুরুত্বপূর্ণ শুধু এই ফুল না, প্রায় সব ফুলের জন্যেই। টরেনিয়া যদিও মানিয়ে নিতে পারে সব কিছুতেই তবুও এরা আদ্র উর্বর মাটি বেশী পছন্দ করে। নিয়মিত সকালের সূর্য আর বিকেলের ছায়াতে বাতাসপূর্ণ স্থানে বসবাস করতে পারলে তরতরিয়ে পূর্ণতা পায় এই গাছ। অতিরিক্ত গরম পড়লে আলাদা ছায়ার ব্যবস্থা করলে ভালো হয় সাথে হালকা পানি। অঞ্চলভেদে হেমন্ত, শীত বসন্ত ও গ্রীষ্মে ফুল ফোঁটে।
রেফারেন্সঃ
১) https://en.wikipedia.org/wiki/Torenia
২) http://www.gardeningknowhow.com/ornamental/flowers/wishbone/growing-wishbone-flowers.htm
৩) http://gardening.about.com/od/plantprofiles/p/Torenia.htm
৪) http://www.bhg.com/gardening/plant-dictionary/annual/wishbone-flower/
৫) http://hort.ifas.ufl.edu/database/documents/pdf/shrub_fact_sheets/torfoua.pdf
:) :) @}-;-;-;-'-'-'---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন