বিউমন্টিয়া

ফুলের নাম- বিউমন্টিয়া, বামনসিয়া 
বৈজ্ঞানিক নাম- Beaumontia grandiflora 
পরিবার- Apocynaceae 
অন্যান্য নাম- ইস্টার লিলি ভাইন, নেপাল ট্রাম্পিট ফ্লাওয়ার, হেরাল্ড’স ট্রাম্পিট 

ভারতীয় প্রজাতি। বড় আকারের চিরসবুজ লতা। কচি ডাল গোলাপী ও রোমশ। পাতা বড়, লম্ব-ডিম্বাকার, ১৬-২৫ সেমি লম্বা, উপর উজ্জ্বল সবুজ, নিচ ফ্যাকাসে। শীত ও বসন্তে ফুল ফোটে। ডালের আগায় বড় বড় থোকায় কয়েকটি সাদা ফুল, সন্ধ্যায় ফোটে, দারুন সুগন্ধি, দিনে ঘ্রাণ কমে যায় বা অনেকসময় একেবারেই ঘ্রাণ পাওয়া যায় না। ফুল ফানেলের আকার, ১২ সেমি লম্বা ও মুখ ৮ সেমি চওড়া, ৫টি গোলাকার লতি। ফুল দেখতে চাইলে যেতে হবে রমনা পার্কে। সেখানে মাধবীলতা গাছের সাথে আছে বিউমন্টিয়া গাছ। কলম ও দাবাকলমে চাষ। বেশি রোদে ফুল দ্রুত শুকিয়ে যায়। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 


 :) :) @}-;-'-;-'-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি