গুস্তাভিয়া
ফুলের নাম- স্বর্গীয় পদ্ম, গুস্তাভিয়া
বৈজ্ঞানিক নাম- Gustavia augusta
পরিবার- Lacythiadaceae
অন্যান্য নাম- দাদরা, Janiparindiba, Majestic Heaven Lotus
ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। আমাদের দেশে প্রাকৃতিকভাবে তেমন পাওয়া না গেলেও বিভিন্ন পার্কে বিশেষ করে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেনে এই গাছ আছে। বিদেশি গাছ তাই এতো সুন্দর ফুলটার কোনো বাংলা নাম নেই। গুস্তাভিয়া নামেই এরা বেশি পরিচিত।
গাছটি ৬-৮ মিটার উঁচু চিরসবুজ ঝোপাল গাছ। পাতা ছোট ডালের আগায় ঘনবদ্ধ, প্রায়-বোঁটাহীন, বড়, লম্বাটে গড়ন, ৪০*১২ সেমি, মসৃণ। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে ফুল ফোটে, জুলাই পর্যন্ত থাকতে পারে। ফুল ২-৪ টি, ডালের আগায়, পাতার মাঝখানে, ১২ সেমি চওড়া, সাদা বা হালকা গোলাপী, পাপড়ি ৬-৮টি, সুগন্ধী, অনেকগুলি পুংকেশর, গোড়া এক-তৃতীয়াংশ পর্যন্ত যুক্ত, হালকা হলুদ, গর্ভমুন্ডের উপর বাঁকা। ফল ৫ সেমি চওড়া, সবুজ ও শক্ত, তাতে অনেক বীজ। বীজ থেকে চারা। কলম ও দাবাকলমেও হয়।
আরেকটি প্রজাতি, Gustavia superb যার ইংরেজি নাম- Heaven Lotus
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন