ফুলের নাম - নয়নতারা
ফুলের নাম- নয়নতারা,
বৈজ্ঞানিক নাম- Catharanthus roseus(Syn- Vinca rosea).
এটি Apocynaceae (dogbane, অথবা oleander পরিবার) পরিবারের একটি উদ্ভিদ। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan, গুলে কুরইয়াতুল-আঈন ইত্যাদি।
এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। উচ্চতা সাধারণত ৭০-৮০ সেন্টিমিটার। পাতা ৫-৭ সেন্টিমিটার লম্বা। সারা বছরই ফুল ফোটে এবং বিভিন্ন রঙের ফুল দেখা যায় যেমন- সাদা, গোলাপী, বেগুনী, লাল ইত্যাদি । ভেষজ উদ্ভিদ হিসাবে নয়নতারার বিশেষ পরিচিতি আছে।
:) :) @}-;-'-;-'-;----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন