কলাবতী
ফুলের নাম- কলাবতী, সর্বজয়া
বৈজ্ঞানিক নাম- Canna indica
পরিবার- Cannaceae
ক্রান্তীয় আমেরিকা ও এশিয়ার প্রজাতি। কন্দমূল থেকে গজায়, ৪৫সেমি -১.৫ মিটার উচু, পাতা কলাগাছের পাতার সাথে অনেকটা মিল আছে। পাতা চ্যাপ্টা ও আগা চোখা। ক্যানার আরেকটি প্রজাতি C. speciosa ভারত ও ইস্ট-ইন্ডিজের প্রজাতি।
বর্তমান কলাবতীর প্রজাতিগুলো বিভিন্ন ক্যানা প্রজাতির সংকর। বছরে কয়েকবার ফুল। কান্ডের আগায় লম্বা ডাঁটায় ফুলের থোকা। ফুল বড়, কয়েকটি চওড়া পাপড়ি, নানা রঙের- হলুদ, লাল, গোলাপী, কমলা, পাটকিলে, দাগফুটকি ইত্যাদি।
কন্দমূল ভাগ করে চাষ। জুন মাসে কন্দগুলি তুলে জুলাই মাসে লাগানোর আগে কিছুদিন ফেলে রাখা ভালো। বেশি সার ক্ষতিকর।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন