রামডালু, বান্দরমুলা
ফুলের নাম- রামডালু, বান্দরমুলা
বৈজ্ঞানিক নাম- Duabanga grandiflora
পরিবার- Lythraceae
ইন্দো-মালয়ী প্রজাতি। বড় গাছ, ২০মি পর্যন্ত উঁচু, প্রশাখাগুলি ঝুলন্ত। পাতা বড়, ১৫-৩০সেমি লম্বা, অখন্ড, চোখা, বিন্যাস দ্বিসারী বিপ্রতীপ, বোঁটা খুব খাটো। গ্রীষ্মে ডালের আগায় লম্বা ছড়ায় ৫-৭সেমি চওড়া বড় বড় সাদা ফুল। পাপড়ি সাদা, ৪-৭টি, কুঁচকান, পুংকেশরগুলো আশুপাতি, বহু। ফল গোল, বীজ অসংখ্য।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা ....
উত্তরমুছুন