কালো চোখ সুসান লতা

ফুলের নাম- কালো চোখ সুসান লতা(Black eyed susan vine)
বৈজ্ঞানিক নাম- Thunbergia alata 
পরিবার- Acanthaceae 

পূর্ব-আফ্রিকার প্রজাতি। ব্ল্যাক আইড সুসান ভাইন নামটির সুসান একটি চরিত্রের নাম। অনেক লোকগাথা ও গানে সুসানের নাম এসেছে।

গাছটি এখন অনেকদেশেই পাওয়া যায়। আমাদের দেশের নার্সারীগুলোতেও এখন এদের দেখা যায়। বাগানের সৌন্দর্য বাড়ানো এর কাজ। ঝুলানো পাত্রে বা সাধারণ টবে রেখে দিলে যেকোনো অবলম্বন বেয়ে লতাটি বেড়ে ওঠে। গাছের পাতা heart/arrow shaped। পাঁচ পাপড়ির ফুল, মাঝের অংশ কালো/গাঢ়-বাদামী। অনেক রঙের জাত আছে- হলুদ, কমলা, লাল, সাদা ইত্যাদি। 

ছবি- নেট

 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি