ডাকুর
ফুলের নামঃ ডাকুর
অন্যান্য নামঃ সার্ব ভিনেকা, পিংক কপসিয়া, পিংক গার্ডেনিয়া ইত্যাদি।
পরিবারঃ Apocynaceae
বৈজ্ঞানিক নামঃ Kopsia fruticosa
বর্ণনাঃ ডাকুর Apocynaceae পরিবারের একটি উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদের এ স্নিগ্ধ ফুলটি নয়নতারার নিকটসম্পর্কীয়। ঝোপ জাতীয় এ গুল্মকে বাড়তে দিলে ৪ মিটারের মত লম্বা হতে পারে। ডিম্বাকার পাতার অগ্রভাগ এবং পেছনের দিকটা সুচালো। খুব শক্ত সে পাতা বের হয় জোড়ায় জোড়ায়।
ফুলগুলো হালকা গোলাপি বর্ণের, তবে পাপড়ির গোড়ার দিকে গাঢ় গোলাপি। গুচ্ছবদ্ধ ফুল দেখে মনে হবে, তারা আপনার দিকে তাকিয়ে হাসছে। সচরাচর সব বাগানে এটা দেখা যায় না। এই ফুলের স্নিগ্ধ পরশ পেতে আপনি একে বাগানে লাগাতে পারেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই গাছটিতে হালকা গোলাপি রঙের ফুল তারার মতো জ্বলজ্বল করে। ফুলের পাপড়ি হয় পাঁচটি। দেখতে অনেকটা জুঁই ফুলের মতো।
মূলত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের ফুল। জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বলধা গার্ডেনে গেলেই ডাকুরের সৌন্দর্যে চোখ জুড়াতে পারবেন।
রেফারেন্সঃ
১) https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0
২) http://www.kishorgonj.com/web/10065
৩)https://toptropicals.com/cgi-bin/garden_catalog/cat.cgi?uid=Kopsia_fruticosa
৪) http://www.rareflora.com/kopsiafru.html
ছবি - নেট
:) :) @}-;-;-;-'-'-'---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন