পেপার ডেইজি
ফুলের নাম- স্ট্র ফ্লাওয়ার, পেপার ডেইজি
বৈজ্ঞানিক নাম- Xerochrysum bracteatum
পরিবার- Asteraceae
অন্যান্য নাম- Everlasting Daisy, Golden Everlasting
অস্ট্রেলীয় প্রজাতি। গাছ ৭৫-৯০ সেমি উঁচু। পাতা লম্বা ও চোখা। কান্ড ও ডালের আগায় ফুলের থোকা। ফুল ৭ সেমি চওড়া, কিনারের পাপড়িগুলো কেন্দ্রের দিকে বাঁকা, মাঝখানে চাকতি, কয়েকটি রঙ- লাল, গোলাপি, হলুদ, পাটকিলে ও সাদা। ফুলের গ্রথন কাগুজে। ফুল সম্পূর্ণ ফোটায় আগে ডালসহ কেটে ঝুলিয়ে রেখে শুকাতে হয়। তাজা ফুলের মতো ফুলদানিতে সাজিয়ে রাখা যায়। বইয়ের ভাজে ফুলের পাপড়ি বা পাতা রাখার অভ্যাস যাদের আছে, তারা এই ফুলের ব্যবহার করতে পারেন। কাগুজে গ্রথনের জন্য এই ফুল অনেক বছর রেখে দিলেও ছত্রাক বা পোকা জন্মায় না।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
:) :) @}-;-'-;-'-;----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন