হ্যানিস্যাকল

ফুলের নাম- হ্যানিস্যাক্‌ল 
পরিবার- Caprifoliaceae 

প্রায় ১৮০টি গাছের সাধারণ নাম হ্যানিস্যাকল। প্রজাতিভেদে অবশ্য আলাদা নাম আছে। এরা Lonicera গণের বাসিন্দা। প্রায় ১০০ প্রজাতির হ্যানিস্যাকলের আদিনিবাস চীন, এরপর বাংলাদেশ-ভারতের বাসিন্দা ২০টি প্রজাতি, ২০টি ইউরোপের, ২০টি উত্তর-আমেরিকার বাসিন্দা। 

জাপানিজ হ্যানিস্যাকল 
বৈজ্ঞানিক নাম- Lonicera japonica 

চীন, জাপান, কোরিয়ার প্রজাতি। চিরসবুজ শক্ত লতা। কান্ড আশ্রয় জড়িয়ে উপরে উঠে। কচি কান্ড ও ডালপালা বাদামি, রোমশ। পাতা একক, ফলকের গোড়া গোল, ডিম্ব-ভল্লাকার, ৫-৭ সেমি লম্বা, বিন্যাস বিপরীত। গ্রীষ্ম ওবর্ষায় ফুল। পাতার কক্ষে নলাকার ২টি বড় বড় ফুল, প্রথমে সাদা, ক্রমে হলুদ বা বেগুনি আঁচ ধরে। সুগন্ধি, দলনল ৪-৫ সেমি লম্বা, লতি ৫, ২-ঠোঁট। 


তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা  
ছবি- নেট

 :) :) @}-;-‘-;-‘-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি