রক্তন

ফুলের নাম- রক্তন 
বৈজ্ঞানিক নাম- 
Adenanthera pavonina 
পরিবার- Fabaceae 
অন্যান্য নাম- Red Lucky Seed, Acacia Coral, Arbre À Église, Bead Tree, Circassian Seed, Corail Végétale, Coral Wood, Coralitos, Curly Bean, Deleite, Delicia, Dilmawi, Graine-réglisse, Jumbi-Bead, L'Église, Peronías, Peonía, Peonía Extranjera, Red Bead Tree, Red Sandalwood, Red Sandalwood Tree, Réglisse, Barbados pride, Peacock flower fence, Sandalwood tree, Saga, Manchadi। 

মায়ানমার ও ভারতের প্রজাতি। মাঝারি আকারের পত্রমোচী গাছ। পাতা ২-পক্ষল, গাঢ়-সবুজ, পত্রিকা ২-৩সেমি লম্বা, বসন্তে নতুন পাতা। গ্রীষ্মে লম্বা ছড়ায় ছোট ছোট, হালকা হলুদ ও সুগন্ধি ফুল। শুঁটি, ১৫-২২সেমি লম্বা, পাকলে কুঁকড়ে যায় ও ২ খন্ডে বিভক্ত হয়। বীজ গাঢ় লাল ও শক্ত। বীজ ও ডালের কাটিং থেকে নতুন চারা করা যায়। ফুল খুব ছোট হওয়ায় অনেকের চোখেই পড়ে না কিন্তু শুঁটি ফেটে যাওয়ার পর গাছের নিচে লাল বীজ ছড়িয়ে থাকে। অনেকেই এই বীজকে রক্তচন্দনের বীজ বলেন্, যা প্রচলিত ভুল। রক্তন আর রক্তচন্দন(Pterocarpus santalinus) আলাদা গাছ, এদের স্বভাব-বৈশিষ্ট্যও ভিন্ন। রক্তন অনেক পরিচিত একটি গাছ। লাল বীজগুলো দেখতে খুব সুন্দর। চীনে একে বলা হয় xiang si dou অর্থাৎ mutual love bean। অনেকে এই বীজ দিয়ে আংটি, মালা, দুল বানায়। বিখ্যাত উদ্ভিদবিদ এডরেড করনার তার বইয়ে লিখেছেন, প্রাচীন ভারত উপমহাদেশে স্বর্ণকারেরা সোনার ভর পরিমাপে রক্তনের বীজ ব্যবহার করতেন। গাছের কাঠ খুব শক্ত, তাই আসবাবপত্র, নৌকা প্রভৃতি তৈরিতে কাজে লাগে। কাঠ থেকে রঞ্জক সংগ্রহ করা হয়। এছাড়া বীজ বিষাক্ত, শোধন ছাড়া ঔষধে ব্যবহার করা যায় না। কচি পাতা ও গাছের ছালের রস বা কাথ্ ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, পাতার নির্যাসে এন্টিব্যাকটেরিয়াল ও বীজের নির্যাসে প্রদাহনাশক গুনাগুন রয়েছে। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা ও অন্যান্য সাইট 
ছবি- নেট 


:) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি