পানামা রোজ
ফুলের নাম- পানামা রোজ(Panama Rose), Bush pentas
বৈজ্ঞানিক নাম- Arachnothryx leucophylla(Syn. Rondeletia leucophylla, Rondeletia elongata, Rondeletia dubia)
পরিবার- Rubiaceae
দক্ষিণ মেক্সিকোর প্রজাতি। গোলাপি রঙের ফুলের থোকা দেখতে পেন্টাস ফুলের মতো দেখায়, তাই একে Bush pentas নামেও ডাকা হয়। গাছ ৩-১০ ফুট পর্যন্ত উঁচু হয়। কেটে ঝোপ করে রাখা যায়। পাতা বিপরীত, বোঁটাহীন, ডিম্ব-আয়তাকার, ২ ইঞ্চি লম্বা। ফুল নলাকার, পাপড়ি গোলাপি, নলাকার অংশ রোমশ ও বেগুনি রঙের, কমবেশি সারাবছরই থোকায় থোকায় ফোটে। ফুল সুগন্ধি, দিনের চেয়ে সন্ধ্যার পর ঘ্রাণ বেশি হয়।
আরেকটি প্রজাতি- Rondeletia odorata এর নামও পানামা রোজ, আরেকটি নাম আছে সুরভিত রনডেলেশিয়া (Fragrant Rondeletia)।
কিউবা ও পানামার প্রজাতি। এরা ঝোপাল গুল্ম বা ছোট বৃক্ষ, সাধারণত ২মিটার(৪-৬ফুট)পর্যন্ত উঁচু হয়। পাতা অমসৃণ, বিপরীত, ৫সেমি পর্যন্ত লম্বা।লাল বা কমলা পাঁচ পাপড়ির ফুল মাঝখানে হলুদ নলাকার অংশ, ফুল থোকায় ফোটে।
কিউবা ও পানামার প্রজাতি। এরা ঝোপাল গুল্ম বা ছোট বৃক্ষ, সাধারণত ২মিটার(৪-৬ফুট)পর্যন্ত উঁচু হয়। পাতা অমসৃণ, বিপরীত, ৫সেমি পর্যন্ত লম্বা।লাল বা কমলা পাঁচ পাপড়ির ফুল মাঝখানে হলুদ নলাকার অংশ, ফুল থোকায় ফোটে।
:) :) @}-;-'-;-'-;----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন