Skeleton flower
বুনো ফুল, তবে আমাদের দেশে জন্মে না। এদের জন্মস্থান জাপানের উত্তরাঞ্চলীয় পাহাড় বা বনে। মতান্তরে, এরা জাপানের হনসু ও হোকাইদো দ্বীপ এবং চীনের ইউনান প্রদেশের বাসিন্দা।
বড় বড় পাতার মাঝে ছোট ছোট সাদা ফুলের বড় এক থোকা। পাতা বড় বলে এই গাছকে অনেকে Umbrella leaf গাছ বলে। উচ্চতায় গাছ ১-২ ফুট পর্যন্ত হতে পারে। ছায়াযুক্ত আর্দ্রস্থানে এরা জন্মে থাকে। ফুল ফোঁটে বসন্ত থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত। ফুল শেষে ফল হয়।
এই গাছটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর ফুল। গাছের সাদা ফুল গুলো বৃষ্টির ফোটার সংস্পর্শে আসলে ফুলের রঙ হারিয়ে যায়। সাদা ফুল ধীরে ধীরে স্বচ্ছ(Transparent) হয়ে যেতে থাকে। আবার যখন ফুলের পাপড়ি থেকে পানি শুকিয়ে যায় তখন তার হারানো রঙ ফিরে আসে। ফুল আবার আগের মতো সাদা হয়ে যায়। এই ঘটনার জন্য ফুলকে “Skeleton flower” বলা হয়। গাছটির অবশ্য আরেকটি নাম আছে “Gray’s Diphylleia”। বিদেশি গাছ তাই বাংলা নাম নেই। বৈজ্ঞানিক নাম- Diphylleia grayi, পরিবার- Berberidaceae।
:) :) @}-;-'-;-'-;-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন