দেবদারু

ফুলের নাম- দেবদারু 
বৈজ্ঞানিক নাম- Polyalthia longifolia 
পরিবার- Annonaceae 
অন্যান্য নাম- False Ashok, Mast Tree 

শ্রীলঙ্কা ও তার আশেপাশের অঞ্চলের প্রজাতি। সরল, লম্বা, পিরামিডাকৃতি, পত্রমোচী গাছ। পাতা ভল্লাকার, উজ্জ্বল সবুজ, ১৫-২৫*৩-৪সেমি, কিনার ঢেউখেলান। ফুল ছোট, সবুজ-সাদা, পাতার আড়ালে থাকে। শীতের শেষে পাতা ঝরে ও বসন্তের শুরুতে কচিপাতা। তখনই ফুল। ফল পাকে জুলাই-আগস্টে। গুচ্ছফল একটি বোঁটায়। প্রত্যেকটি ১সেমি লম্বা, ডিম্বাকার। বীজে চাষ। 


তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 
ছবি- নেট

 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি