উদাল

ফুলের নাম- উদাল 
বৈজ্ঞানিক নাম- Sterculia villosa 
পরিবার- Sterculiaceae 
অন্যান্য নাম- Hairy sterculia, Elephant rope tree 

লম্বাটে ২০মি বা ততোধিক উঁচু। পত্রমোচী গাছ, মাথা ছড়ান। বাকল সাদাটে। পাতার বোঁটা লম্বা, ফলক বড় ও খাঁজকাটা, প্রশাখার আগায় পাতা ঘনবদ্ধ। নিষ্পত্র শাখার লম্বা ও ঝুলন্ত ডাঁটায় অনেকগুলি ফুল, পুংলিঙ্গ ও উভলিঙ্গ, ১.৫সেমি চওড়া, হলুদ রঙের, ভেতর বেগুনি। ডাঁটায় একসঙ্গে কয়েকটি রোমশ বিদারী শুষ্ক ফল গুচ্ছবদ্ধ, পাকলে গাঢ় লাল। বড় বড় কয়েকটি বীজ, কালো। বাংলাদেশসহ ক্রান্তীয় এশিয়ার প্রজাতি। বাকল থেকে আঁশ পাওয়া যায়। বীজে চাষ। 

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা 

:) :) @}-;-‘-;-‘-;---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি