প্রিমরোজ
ফুলের নাম- প্রিমরোজ
বৈজ্ঞানিক নাম- Primula spp.
পরিবার- Primulaceae
Primula গণের অধীনে থাকা গাছগুলোর বেশিরভাগের আদিনিবাস পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো। এই গণে আছে কিছু অরনামেন্টাল ও কিছু ঔষধি গাছ। বাগান সাজাতে যেগুলো লাগানো হয় তাদের সম্পর্কে লিখছি।
চারটি প্রজাতি- Primula vulgaris, primula auricula, primula veris আর primula elatior এর রয়েছে বাগানে লাগানো গাছ হিসেবে সুখ্যাতি। রয়েছে অসংখ্য হাইব্রিড জাত। নানান রঙ আর নকশা করা ফুলগুলো দেখতে খুব সুন্দর। কিছু ফুল দেখলে মনে হবে ছোটবেলায় রঙপেন্সিলে আঁকা ফুলের বাস্তবিক রূপ। এতো প্রজাতি আর হাইব্রিড জাত থাকায় Primula গণটি বেশ জটিল হয়ে গিয়েছে। গণের নাম ল্যাটিন শব্দ Primus থেকে করা হয়েছে, যার অর্থ- প্রথম। বসন্তে এই ফুলগুলোই সবার আগে তার রূপের পসরা মেলে বসে তাই এরকম নামকরণ। আবার অনেকের মতে, Primrose এসেছে ল্যাটিন Prima+rosa থেকে, যার অর্থ First rose। যদিও গোলাপ পরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এছাড়া এই গণে থাকা প্রায় ৫০০ প্রজাতির প্রত্যেকেরই আছে ভিন্ন ভিন্ন নাম।
Primula vulgaris এদের বলা হয় কমন প্রিমরোজ। এই জাতের প্রিমরোজ বৃটিশ রাজনৈতিক ব্যক্তি ও দুইবারের প্রধানমন্ত্রী Benjamin Disraeli –র পছন্দের ফুল ছিল তাই তার মৃত্যুবার্ষিকী প্রিমরোজ ডে হিসেবে পালন করা হয়। এছাড়া ডেভনের প্রাদেশিক ফুল এই প্রিমরোজ। এই জাতের প্রিমরোজের ফুল-পাতা খাওয়া যায়।
Primula auricula এই জাতের প্রিমরোজের সাধারন নাম- auricula, mountain cowslip, bear's ear প্রভৃতি। পাতা দেখতে কানের মতো তাই নাম auricula। এরা Royal Horticultural Society এর Award of Garden Merit পুরস্কারপ্রাপ্ত গাছ। এর হাইব্রিড জাতগুলো দেখতে খুব সুন্দর। অস্ট্রিয়ার ০.০৫ ইউরো কয়েনে আছে Primula auricular-র ছবি।
ছবি- নেট
:) :) @}-;-‘-;-‘-;--------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন