কম্ব্রেটাম

ফুলের নাম- কম্ব্রেটাম 
পরিবার- Combretaceae 

মাদাগাস্কারের প্রজাতি। কাষ্ঠলতা, বড় ঝাড়, কচি ডাল সবুজ, তাতে বাদামি রোম। পাতা একক, ৮-১৮*৫-৭, গাঢ়-সবুজ, বিন্যাস বিপ্রতীপ। হেমন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফুল। ডালের আগায় চ্যাপ্টা মঞ্জরিতে কমলা-লাল ফুল, গন্ধহীন, অনেকগুলি ছড়ান সোনালী পুংকেশর। দলনল ১.৩সেমি লম্বা, মুখে ৪টি ত্রিকোণ লতি। কলমে চাষ। গাছ ছাঁটাই করে রাখা যায়।

নিসর্গী দ্বিজেন শর্মা স্যারের “ফুলগুলি যেন কথা” বইটিতে এই ফুলের বাংলা নাম মাধুরীলতা বলা হয়েছে আর বৈজ্ঞানিক নাম Combretum coccineum। বিপ্রদাশ বড়ুয়া স্যারের “গাছপালা তরুলতা” বইটিতে মধুমঞ্জরীলতা/মধুমালতীকে মাধুরীলতা হিসেবে পরিচিত করিয়েছেন। আবার, নিসর্গী মোকারম হোসেন লিখেছেন এর কোনো বাংলা নাম নেই এবং এই ফুলের বৈজ্ঞানিক নাম- Combretum rotundifolium। Combretum coccineum প্রজাতির পাপড়ি উজ্জ্বল লাল বর্ণের, তাই ইংরেজিতে একে Flame vine নামে ডাকা হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, বোট্যানিকাল বা বলধা গার্ডেনে আমরা যে কম্ব্রেটাম দেখি তা দেখতে অনেকটা বোতলব্রাশের মতো। ফুল ফোঁটা গাছে একই সময় লাল-কমলা-হলুদ রঙের খেলা চলে। যা Combretum rotundifolium প্রজাতিটির বৈশিষ্ট্য। Combretum rotundifolium এর কোনো বাংলা নাম নেই, ইংরেজি নাম monkey brush/monkey brush vine। ফুলটার একটা সহজ ও সুন্দর বাংলা নাম দরকার।

 ছবি- নেট


 :) :) @}-;-‘-;-‘-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি