পার্সিয়ান বাটারকাপ
ফুলের নাম- Persian Buttercup, Ranunculus
বৈজ্ঞানিক নাম- Ranunculus asiaticus
পরিবার- Ranunculaceae (buttercup family)
বিদেশি ফুল। বিভিন্ন রঙের গুচ্ছ পাপড়ির এই ফুলগুলো প্রাকৃতিকভাবে পূর্ব-মেডিটেরানিয়ান, আফ্রিকার উত্তরাঞ্চল, দক্ষিণ-পূর্ব ইউরোপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়াতে বিস্তৃত। বহুবর্ষজীবী, শাখা-প্রশাখাময় গাছ সাধারণত ৩০ সেমি পর্যন্ত লম্বা হয়। মূল আর কান্ডের পাতায় ভিন্নতা আছে; মূলের দিকের পাতা অবিভক্ত অথবা কীলকাকৃতির খাঁজকাটা, কান্ডের দিকে থাকা পাতাগুলো আরো সরুভাবে খাঁজকাটা।
নানান রঙের ফুল- সাদা, ক্রিম, হলুদ, কমলা, টকটকে লাল, salmon pink(হালকা/গাঢ়), গাঢ় লাল, মিশ্র। ফুল সিঙ্গেল বা ডাবল। ৩-৫ সেমি ব্যাসের ফুলে ৫-৯ টি পাপড়ি, কালচে বেগুনি বা মেহগনি ব্রাউন বা হালকা তামাটে রঙের অসংখ্য পুংকেশর, চোঙাকৃতির গর্ভমুন্ড রয়েছে। এই গাছ হালকা তুষারপাত সহনশীল।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন