রোথম্যানিয়া

আফ্রিকার ফুল রোথম্যানিয়া! প্রাকৃতিকভাবে ক্যামেরুন, সুদান, উগান্ডাইয় জন্মে। সুইডিশ বোটানিস্ট ড. গোরান রোথম্যান এর নামানুসারে গণের নাম রোথম্যানিয়া রাখা হয়েছে। 

ফুলের বৈজ্ঞানিক নাম- Rothmannia longiflora Salisb. আর 
পরিবার- Rubiaceae। 

আমাদের দেশে বলধা গার্ডেনে আছে রোথম্যানিয়া গাছ। এই গাছ গুল্ম বা ছোট বৃক্ষ, প্রায় ১৫ ফুট লম্বা হতে পারে, আরোহী। লম্বা ডাঁটায় ট্রাম্পেটের মতো ফুল, সাদা ফুলের ভিতর দিক হালকা বেগুনি আর তাতে ছোট-বড় ছোপযুক্ত, বাহিরের দিকে খয়েরি রঙের শেড, সুগন্ধি।যথেষ্ট সুন্দর হওয়া সত্বেও ফুলবাগানে তেমন প্রসার নেই এই ফুলের! ফুলবাগান তো দূরের কথা! নেট সার্চ করে ফুলের ভালো একটা ইংরেজি নামও পেলাম না। গাছের কাটিং ও বীজ থেকে নতুন চারা হয়। 

ছবি- নেট 

:) :) @}-;-'-;-'-;------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি