ফ্লকস
ফুলের নাম- ফ্লক্স/ফ্লকস্
বৈজ্ঞানিক নাম- Phlox drummondii
পরিবার- Polemoniaceae
অন্যান্য নাম- annual phlox, Drummond's phlox
টেক্সাস ও নিউ-মেক্সিকোর প্রজাতি। ছোট গাছ, খাড়া বা গড়ান, ১০-১৫ সেমি লম্বা। পাতা সরু, লম্বাটে। ডালের আগায় ছোট ছোট ফুলের থোকা, গোটা কেয়ারি ভরে রাখে, নানা রঙ- সাদা, গোলাপি, লালা, বেগুনি ইত্যাদি, মাঝখানে বিপরীত ফোঁটা।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন