কুমারিয়া লতা
ফুলের নাম- কুমারিয়া লতা
বৈজ্ঞানিক নাম- Derris scandens
পরিবার- Fabaceae
অন্যান্য নাম- Jewel Vine, Hog Creeper, Malay Jewelvine
বাংলাদেশ ও ভারতের প্রজাতি। বড় কাষ্ঠলতা, অনেক উপরে ওঠে, বুনো। যৌগপত্র ১-পক্ষল, বিজোড়পত্রী, পত্রিকা ৯-১৫টি, আগার পত্রিকা বৃহত্তম, ডিম্বাকার বা ভল্লাকার, ২.৫-৫ সেমি লম্বা। শেষ বসন্ত থেকে শরৎ পর্যন্ত ফুল। লম্বা ঝুলন্ত মঞ্জরীতে ঠাসা শিমজাতীয় ছোট ছোট ফুল, সাদা বা গোলাপী। বড় পাপড়ি বা ধ্বজা ১.৫ সেমি লম্বা, অন্যগুলি ছোট। ৩.৫সেমি লম্বা শুঁটি। বীজ, কলম ও দাবাকলমে চাষ।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন