হ্যামেলিয়া
ফুলের নাম- হ্যামেলিয়া
বৈজ্ঞানিক নাম- Hamelia patens
পরিবার- Rubiaceae
অন্যান্য নাম- Fire bush, Hummingbird bush, Scarlet bush.
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ ফ্লোরিডার প্রজাতি। ২-২.৫ মিটার উঁচু ঝোপাল চিরসবুজ গাছ। কচি ডালপালা লালচে সবুজ, রোমশ। পাতা একক, ভল্লাকার-আয়তাকার, ৫-১০*৩-৫ সেমি, আগা ও গোড়ার দিকে সরু, দু’পাশ রোমশ, মধ্য ও পার্শ শিরাগুলি লালচে, বোঁটাও লালচে, বিন্যাস আবর্ত বা বিপ্রতীপ। প্রায় সারা বছরই ফুল। ডালের আগায় ছোট ছোট লম্বা ফুলের থোকা। ফুল কমলা-লাল, নলাকার, ২-২.৫সেমি লম্বা, মুখে কমলা রঙের ৫ লতি। কলমে চাষ।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;------
বৈজ্ঞানিক নাম- Hamelia patens
পরিবার- Rubiaceae
অন্যান্য নাম- Fire bush, Hummingbird bush, Scarlet bush.
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ ফ্লোরিডার প্রজাতি। ২-২.৫ মিটার উঁচু ঝোপাল চিরসবুজ গাছ। কচি ডালপালা লালচে সবুজ, রোমশ। পাতা একক, ভল্লাকার-আয়তাকার, ৫-১০*৩-৫ সেমি, আগা ও গোড়ার দিকে সরু, দু’পাশ রোমশ, মধ্য ও পার্শ শিরাগুলি লালচে, বোঁটাও লালচে, বিন্যাস আবর্ত বা বিপ্রতীপ। প্রায় সারা বছরই ফুল। ডালের আগায় ছোট ছোট লম্বা ফুলের থোকা। ফুল কমলা-লাল, নলাকার, ২-২.৫সেমি লম্বা, মুখে কমলা রঙের ৫ লতি। কলমে চাষ।
তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন