কাঁটামেহেদী

ফুলের নাম- কাঁটামেহেদী 
বৈজ্ঞানিক নাম- Duranta erecta(Syn. Duranta repens) 
পরিবার- Verbenaceae 
অন্যান্য নাম- Golden dewdrop, pigeon berry, skyflower প্রভৃতি উল্লেখযোগ্য। অনেকে দুরন্ত বা দুরন্তকাটা নামেও ডাকে। 


আদিনিবাস মেক্সিকো থেকে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল হলেও আমাদের দেশের পরিবেশের সাথে বেশ মানিয়ে নিয়েছে। কবে, কিভাবে তাদের এদেশে আগমন তা জানা যায় নি। বাংলা নাম কাঁটামেহেদী হলেও মেহেদী গাছের সাথে এর তেমন ঘনিষ্টতা নেই। বেড়া বা হেজ তৈরিতে এরা খুব জনপ্রিয়। আমাদের দেশেও বিভিন্ন পার্ক, আবাসিক স্থাপনা, স্কুল-কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাগান সাজাতে এই গাছ লাগানো হয়। 

এরা গুল্মজাতীয় গাছ। বাড়তে দিলে এরা প্রায় ২০ফুট লম্বা হতে পারে। কেঁটে-ছেটে সহজেই ছোট করে রাখা যায়। উজ্জ্বল-সবুজ রঙের পাতাগুলোও দেখতে খুব সুন্দর। গাছগুলোকে আরো সুন্দর করতে ফোঁটে নীল রঙের ফুল। একটি পুষ্পমঞ্জরীতে অসংখ্য ফুল ফোঁটে। এভাবে অনেক অনেক পুষ্পমঞ্জরী আর ফুলে ছেয়ে যায় গাছ। হালকা আকাশী ও সাদা ফুলেরও একটি জাত আছে। পাতায় ছোপ ছোপ নকশা করা জাত "variegata"। এই জাতের গাছ ফুল ছাড়াও দেখতে সুন্দর। ফুলে ভ্যানিলার মতো মিষ্টি ঘ্রাণ হয়, তবে ঘ্রাণ এতো কড়া না, খুব হালকা। ফুলে শেষে ফল হয়।

  :) :) @}-;-'-;-'-;-------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি