সুরভি রঙ্গন
ফুলের নাম- সুরভি রঙ্গন
বৈজ্ঞানিক নাম- Ixora pavetta(Synonyms- Ixora arborea, Ixora parviflora, Ixora decipiens)
পরিবার- Rubiaceae
অন্যান্য নাম- Small Flowered Ixora, Torch tree, Torchwood ixora
সুরভি রঙ্গন ভিন্নধর্মী রঙ্গন প্রজাতি। অন্যান্য রঙ্গনের মতো এরা গুল্ম নয় বৃক্ষজাতীয় উদ্ভিদ আর পরিচিত লাল, হলুদ রঙ্গনের তুলনায় এদের ফুল অনেক ছোট। সুরভি রঙ্গন অনেক শাখা-প্রশাখাবিশিষ্ট ছোট আকৃতির বৃক্ষ। পাতা ৩-৪ ইঞ্চি লম্বা, কখনো ডিম্বাকার-আয়তাকার কখনো কীলকাকার-ডিম্বাকার, পাতার অগ্রভাগ ভোতা অথবা খুব সামান্য চোখা। ছোট, সাদা, অসংখ্য ফুলের থোকা, সুগন্ধি তবে খুব তীব্র নয়। বসন্তে গাছ ভরে ফুল ফোটে।
ছবি- নেট
:) :) @}-;-'-;-'-;---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন