ইভিনিং প্রিমরোজ

ফুলের নাম- সন্ধ্যাতারা ফুল 
বৈজ্ঞানিক নাম- Oenothera biennis 
পরিবার- Onagraceae 
অন্যান্য নাম- Evening primrose, evening star, sundrop, german rampion, hog weed, King's cure-all, fever-plant। 

উত্তর-আমেরিকার পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের প্রজাতি হলেও প্রাকৃতিকভাবে অনেক নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ছড়িয়ে গিয়েছে। তবে, আমাদের দেশে আছে কিনা সেটা জানা নেই। 

ইভিনিং প্রিমরোজ দ্বিবর্ষজীবী গাছ। গাছ ১২-৫৯ ইঞ্চি লম্বা হয়। পাতা ভল্লাকার, ২-৭ ইঞ্চি লম্বা। বসন্তের শেষভাগ থেকে গ্রীষ্মের শেষভাগ পর্যন্ত ফুল ফোটে। হলুদ রঙের ফুলগুলোর ব্যাস প্রায় ২ ইঞ্চি। ফুল ফোটে সন্ধ্যাবেলা, ঠিক মাগরিবের আযানের সময়। বেশ কয়েকবছর যাবৎ আযান ফুল নামে ইন্টারনেটে যে হইচই হয়ে গেছে সেটাও ইভিনিং প্রিমরোজ। ফুল ফোটার সময়কাল অন্যান্য ফুলের চেয়ে কম। সন্ধ্যাবেলা চোখের সামনেই খুব অল্প সময়ের মধ্যে ফুল ফোটে, যা খুব কম ফুলের ক্ষেত্রেই দেখা যায়। বিভিন্ন রোগ তাড়াতে ও সাড়াতে ইভিনিং প্রিমরোজের তেল ব্যবহৃত হয়। 

ছবি- নেট


 :) :) @}-;-‘-;-‘-;--------

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Dombeya

পলক জুঁই

চামেলি